রোগ-ব্যাধি হল পূর্বের কোন পাপের প্রায়শ্চিত্য।
রোগ-ব্যাধি হল পূর্বের কোন পাপের প্রায়শ্চিত্য।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
দেখা যায় কোন কোন সম্মানিত ব্যক্তিও রোগ-ব্যাধিকে খারাপ কাজ ও গোনাহের কারণ
মনে করে এরূপ ধারণা পোষণ করেন যে, রোগ-ব্যাধি হল পূর্বের কোন পাপের
প্রায়শ্চিত্য। কিন্তু মনে রাখতে হবে যে, রোগ-ব্যাধি গোনাহের কারণ নয় বরং
গোনাহের ক্ষতিপূরণ ও কাফ্ফারা স্বরূপ। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি মহামূল্যবানহাদীস।
.
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
“নিশ্চয়ই মুমিনের একরাত্রির জ্বর তার সকল গুনাহ দূর করে দেয়।” -(তারগীব তারহীব)
.
হযরত আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর সামনে “জ্বর” সম্পর্কে আলোচনা করা হলে এক ব্যক্তি জ্বরকে
গাল-মন্দ দিল। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
“জ্বরকে গালি দিও না” কেননা এটা গোনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে
আগুন লোহার মরিচা (জং) এবং ময়লা পরিস্কার করে দেয়।” -(ইবনে মাজাহ)
.
“হযরত উম্মূল আ’লা (রাযিঃ) বর্ণনা করেন, আমি অসুস্থ ছিলাম, এ সময় নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন, “উম্মুল আলা! তোমার
জন্য সু-সংবাদ। মুসলমানের রোগ-ব্যাধি তাঁর গুনাহকে দূর করে দেয়। যেমন
ভাবে আগুন স্বর্ণ-রূপার ময়লা দূর করে দেয়।” -(সুনানে আবু দাউদ)
সুবহানআল্লাহ...
উত্তরমুছুন